চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শিরীণ আরা চৌধুরী (ডলি) এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেনের অকাল মৃত্যুতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ১৪ সেপ্টেম্বর চবি শিক্ষক সমিতি কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
এতে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, চবি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মঞ্জুরুল কিবরীয়া, বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. জহুরুল আলম ও জনাব শিরীণ আরা চৌধুরীর ছেলে মো. রাহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ।
উপাচার্য তাঁর বক্তব্যে চবি’র প্রয়াত দুই শিক্ষকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আবেগ-আপ্লুত কন্ঠে বলেন, এ দু’জন প্রতিশ্রুতিশীল শিক্ষকের অকালে চলে যাওয়া অনাকাঙ্খিত এবং অনভিপ্রেত। এ দু’জন সম্ভাবনাময় শিক্ষক ছিলেন স্ব স্ব ডিসিপ্লিনে মেধাবী এবং সকলের কাছে প্রিয় মুখ। তাঁদের অকাল মৃত্যু বিশ^বিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনার। বিজ্ঞপ্তি