উপাচার্যের অভিনন্দন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন গতকাল ৩০ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদে চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদে একাউন্টিং বিভাগের প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, সমাজবিজ্ঞান অনুষদে লোকপ্রশাসন বিভাগের প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, আইন অনুষদে আইন বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, জীব বিজ্ঞান অনুষদে মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাশেদ মোস্তফা এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদে মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
নবনির্বাচিত ডিনবৃন্দ বিকেল ৪টায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, আইন বিভাগের প্রফেসর নির্মল কুমার সাহা, চবি পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জেম হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্য তাঁর বক্তব্যে নবনির্বাচিত ডিনবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অধিকতর বেগবান করতে নবনির্বাচিত ডিনবৃন্দ তাঁদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন মর্মে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত ডিনবৃন্দ বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অধিকতর গতিশীল করতে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি