চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর কাছে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) এর পক্ষ থেকে ‘উছুলে ছাবয়া’ স্মারক গ্রন্থ ও ই-কনফারেন্স প্রসিডিংস এর কপি হস্তান্তর করা হয়। ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক এবং উপদেষ্টা কবি আদিল উদ্দীন চৌধুরী ও মাওলানা জয়নাল আবেদীন চৌধুরী গতকাল উপাচার্যের অফিস কক্ষে উক্ত গ্রন্থ ও প্রসিডিংস এর কপি হস্তান্তর করেন এবং মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, উক্ত ইনস্টিটিউটের সহযোগী সদস্য মেজবা উল আলম ভূইয়া, মহিউদ্দীন এনায়েত, রবিউল সুমন, শেখ শাকিল মাহমুদ, মু. সোহেল, মু. আবুল মনসুর সিকদার, শফিউল আলম সোহাগ এবং আরিফুর রহমান সুজন উপস্থিত ছিলেন।
উপাচার্য গ্রন্থ এবং প্রসিডিংস হস্তান্তরের জন্য উক্ত ইনস্টিটিউটের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, একটি মানবিক সমাজ বিনির্মাণে ধর্মীয় মূল্যবোধ চর্চা আজকের সংকটপূর্ণ বিশে^ কার্যকরী ভূমিকা পালন করতে পারে। উপাচার্য এ ইনস্টিটিউটের নেতৃবৃন্দকে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
মহানগর