চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যাতায়াতের একমাত্র মাধ্যম শাটল ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শাটলের ধাক্কায় দুর্ঘটনা স্থানেই মারা যান তারা। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নি।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে আসা ৪ টার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন শহরের অক্সিজেন পার হয়ে আমিন জুট মিলের কাছে পৌঁছালে দুজনই ট্রেনে কাটা পড়ে।
বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, নানী ও নাতনি ট্রেনে কাটা পড়েছে। দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে রাখা আছে।
এর আগে ৩১ মে শাটলে কাটা পড়ে এক যুবকের হাত বিচ্ছিন্ন হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।