চবি সংবাদদাতা »
চট্টগ্রাম বিভাগের পরীক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মোট আবেদনের ৭৮ শতাংশ পরীক্ষার্থী প্রথম দিনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত চলে পরীক্ষা।
জানা গেছে, চবি কেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটের ১১ হাজার ২১০ জন পরীক্ষার্থী আবেদন করলেও এর বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ হাজার ৭০০ জন এবং অনুপস্থিত ছিলেন দুই হাজার ৫১০ জন পরীক্ষার্থী।
পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘ভর্তি পরীক্ষার ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত সতর্ক। ভর্তি পরীক্ষায় কেউ কোনো প্রকার জালিয়াতি কিংবা অনিয়মে জড়িত হলে তাকে ছাড় দেয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের টিম ক্যাম্পাসের সব জায়গায় সতর্ক অবস্থানে ছিল। পরীক্ষা চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
এ মুহূর্তের সংবাদ