নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
উপজেলায় ১ জুলাই নতুনভাবে ৭ জনের রিপোর্ট পজেটিভ আসায় এ পর্যন্ত ১৮৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাদের মধ্য থেকে ১২৯ জন সুস’ হয়ে বাড়ি ফিরেছেন।
জানা যায়, গত মার্চ মাসের মাঝামাঝি করোনার প্রদুভাব শুরু হওয়ার পর থেকে ৪ চিকিৎসক, ৬ স্বাস্থ্যকর্মী, ১৮ পুলিশ সদস্য উপজেলা পর্যায়ে ১১ জন কর্মচারীসহ গতকাল ১ জুলাই পর্যন্ত ১৮৭ জন করোনা রোগী সনাক্ত হয়। এর মধ্যে ১ জুলাই নতুনভাবে ৭ জন করোনা শনাক্ত হয়। এদের মধ্য থেকে গতকাল ২ জন সুস’সহ ১২৯ জন সুস’ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত চন্দনাইশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। বর্তমানে হোম আইসোলেশনে ৮২ জন, হাসপাতালে আইসোলেশনে ৯ জন, বাহিরাগত রোগী ১১ জন। ১ জুলাই পর্যন্ত ৮৩৫ জনের নমুনা সংগ্রহ করার পর ৭৫৫ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে পজেটিভ ১৮৭ জন নেগেটিভ ৫৭৮ জন, রিপোর্ট পাওয়া যায়নি ৯৮ জনের। ইতিপূর্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহিন হোসাইন চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবু রাশেদ, ডা. শেখ সাদী ও ৩ স্বাস্থ্য কর্মী সুস’ হয়ে কর্মস’লে দায়িত্ব পালন করে যাচ্ছেন।