চট্টগ্রাম ল ক্লাব (সিএলসি) এর উদ্যোগে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষানবীশ আইনজীবীদের ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
গতকাল বিকেলে জিইসি প্যালেসে চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী শিমুল বড়ুয়ার সভাপতিত্বে এবং চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী শাহাদাত হোসাইনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক।
এতে প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জজ কোর্ট এর আইনজীবী ও চিটাগাং ল ইন্সটিটিউট (সিএলআই) এর শিক্ষক অ্যাডভোকেট এইচ.এম আকবর আজিজ। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম জজ কোর্ট এর আইনজীবী ও জাস্টিশিয়া ল একাডেমির শিক্ষক-অ্যাডভোকেট বিহি চক্রবর্তী। এতে আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির শিক্ষানবীশ আইনজীবী সুদীপ কান্তি নাথ, রিদুয়ান, জুনায়েত ওসমান, করমুল্লাহ, জয় দাশ গুপ্ত, শাহজাহান সিরাজ, জাহেদুল আলম জিহাদ, প্রবল রায়,শাহাদাত হোসাইন, পরাগ চৌধুরী, সাফরিনা আলম, জান্নাতুল ফেরদৌস শিমু, আবছার উদ্দীন, উপেল পাল, মতিউর রহমান, রাজু কামাল, নজরুল ইসলাম চৌধুরী, মামুনুল আমিন খান, দিদারুল আলম টিপু, মাহফুজা আকতার, আবদুল মোনায়েম, তাপস কান্তি সুশীল, এ. এম কুতুবউদ্দিন, এস এম রবিউল ইসলাম, রাজীব দেব, সৈকদ দাশ, ছামিয়া কুদ্দুস, লিটন বনিক। বিজ্ঞপ্তি
মহানগর