‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিএমটিসিটি সেবা জোরদার করণ প্রকল্প-চমেকহার সহযোগিতায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল একযোগে গতকাল বিশ্ব এইডস দিবস পালন করে।
দিবসটি উপলক্ষে চমেক এবং হাসপাতালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রফেসর ডা. নাসির উদ্দীন মাহমুদ।
উল্লেখ্য, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশা-পাশি ২০১৯ সাল থেকে জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেমন মাতৃসদন হাসপাতালে পিএমটিসিটি সেবা কার্যক্রম চালু করা হয়।
দিবস উপলক্ষে প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের সহায়তায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মেমন মাতৃসদন হাসপাতালে পৃথক ভাবে কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি
মহানগর