চট্টগ্রাম বিভাগে ১৫ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনগ্রসর জনপদের মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রতিবন্ধকহীন সড়ক নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে দেশের ৫০টি জেলায় ২০০০ কিলোমিটারের ১০০টি মহাসড়কের কাজ উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১৫টি মহাসড়ক উদ্বোধন করেন প্রধামন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র দেশে ২০০০ কিলোমিটার মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় চট্টগ্রাম প্রান্তে উপস্থিত ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, হাটহাজারী উপজেলার চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, মুক্তিযোদ্ধা মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা ইউনিট কমান্ডার এ কে এম সরোয়ার কামাল প্রমুখ।

উল্লেখ্য, ১৪ হাজার ৯১৫ কোটি টাকা ব্যয়ে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নকৃত মহাসড়কের মধ্যে ঢাকা বিভাগে ৬৩৫.৬৬ কিলোমিটার, চট্টগ্রাম বিভাগে ২৫৮.৯০ কিলোমিটার, ময়মনসিংহ বিভাগে ১৪২.৪৮ কিলোমিটার, সিলেট বিভাগে ১০৬.১৮ কিলোমিটার, খুলনা বিভাগে ৩৫২.২৬ কিলোমিটার, বরিশাল বিভাগে ১০৭.২৬ কিলোমিটার, রাজশাহী বিভাগে ১৯৬.৮৯ কিলোমিটার এবং রংপুর বিভাগে ২০৩.৯৫ কিলোমিটার সহাসড়ক উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে ২৫৮.৯০ কিলোমিটার মহাসড়কের উন্নয়ন কাজের মধ্যে রয়েছে হাটহাজারী-ফটিকছড়ি-মানিকছড়ি-মাটিরাঙা-খাগড়াছড়ি সড়ক, বারৈয়ার হাট-হেয়াঁকো-ফটিকছড়ি সড়ক, রাউজান-ব্রাহ্মণহাট সড়ক, মইজ্জারটেক-বিএফডিসি মৎস্য বন্দর ফেরিঘাট সড়ক, পটিয়া-বোয়ালখালী-কানুনগোপাড়া প্রীতিলতা সড়ক, মইজ্জারটেক-বোয়ালখালী-কানুনগোপাড়া-উদরবন্যা সড়ক। খবর তথ্যবিবরণীর