নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে ১৮ হাজার অতিক্রম করলো করোনা শনাক্তের সংখ্যা। গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর জুন ও জুলাই মাস ছিল ভরা মৌসুম। এ সময়ে করোনা আক্রান্তের সংখ্যা খুব বেশি ছিল। তবে আগস্টের পর থেকে কমতে থাকা করোনা সংক্রমণ গতকাল ১৮ হাজার পার করলো।
গত মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ হাজার ১২০টি নমুনার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৭৬ জনের। নতুন এ শনাক্তের মাধ্যমে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৭৪ জন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৯৪ নমুনার মধ্যে ১১ জন করোনা পজিটিভ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৪৩ নমুনার মধ্যে করোনা পজিটিভ ১৭ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩৩ নমুনার মধ্যে ২৪, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১০৭ নমুনায় ৭ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৭৫ নমুনায় ১৩ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৮ নমুনায় চারজনের পজিটিভ পাওয়া গেছে।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনা আক্রান্ত শুরু হয়েছিল গত ৩ এপ্রিল। দামপাড়ায় এক বৃদ্ধের আক্রান্তের মধ্য দিয়ে তা শুরু হয়। পরবর্তীতে আক্রান্তের সংখ্যা ৫ হাজারে পৌঁছতে সময় নিয়েছিল ৭০ দিন। ১৩ জুনে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৪ জনে পৌঁছে। এর ২২ দিন পর ৫ জুলাই তা ১০ হাজার ১৮০ তে গিয়ে ঠেকে। ১০ হাজার অতিক্রম করার ৩৩ দিন পর ৮ আগস্ট তা ১৫ হাজার ৬৪ এবং সর্বশেষ গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তা ১৮ হাজার ৭৪ জনে পৌঁছালো।