চট্টগ্রামে মুক্তি পেল ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার দৃশ্যে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও। ছবি: সংগৃহীত

সুপ্রভাত ডেস্ক »

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত বলিউড সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ দেশের ২৬টি প্রেক্ষাগৃহে শুক্রবার (৩১ মে) থেকে সিনেমাটি দেখানো হচ্ছে।

মিস্টার অ্যান্ড মিসেস মাহি পরিচালনা করেছেন স্মরণ শর্মা। প্রযোজনায় করণ জোহর। গল্পে রাজকুমারকে দেখা যাবে এক ব্যর্থ ক্রিকেটারের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম মাহেন্দ্র।

আর জাহ্নবী অভিনয় করেছেন মাহিমা চরিত্রে যিনি পেশায় চিকিৎসক। নিজে খেলোয়াড় হতে না পারলেও ক্রিকেটের খুব ভক্ত সে।

পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দুজনের নামের আদ্যাক্ষর এক হওয়ায় মিস্টার অ্যান্ড মিসেস মাহি নামে পরিচিতি পায় তারা। ধীরে ধীরে তারা বুঝতে পারে, ক্রিকেট দুজনেরই পছন্দের। মাহিমা পেশায় চিকিৎসক হলেও ব্যাটিংয়ে পারদর্শী। স্ত্রীকে ক্রিকেটার বানানোর জন্য উঠেপড়ে নামে মাহেন্দ্র।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার ট্রেলার ও গানগুলো সাড়া ফেলেছে অনলাইনে।