নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে দুপুরের মধ্যে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান শেষ হয়েছে। মঙ্গল শোভাযাত্রা বের হয় সকাল ১০টায় চট্টগ্রামে চারুকলা ইনস্টিটিউট থেকে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।
শোভাযাত্রাটি চট্টগ্রামের কাজীর দেউড়ীসহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে চারুকলায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছেন।
সকাল থেকে নগরের ডিসি হিল ও সিআরবি শিরীষতলায় পৃথক বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনার কারণে গত দুই বছর চট্টগ্রামে বাংলা নববর্ষ বরণের কোনো অনুষ্ঠান হয়নি।
এবার সকাল সাতটায় নগরের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। সিআরবিতে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে আটটায়।
বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। ডিসি হিলে পৌনে একটায় অনুষ্ঠান শেষ হয়। একটার দিকে সিআরবিতেও বরণ অনুষ্ঠানের ইতি টানা হয়।
রমজান ও করোনার কারণে এবার এক বেলা অনুষ্ঠান করা হয়।
এদিকে বর্ষবরণ উপলক্ষে নগরের নন্দনকাননে ফুলকি আয়োজন করে ছোটদের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।