চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সুপ্রভাত ডেস্ক »

চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর হোটেল রেডিসন ব্লুর সামনে তারা এই কর্মসূচি পালন করেন। বিএনপির চেয়ারম্যান তখন ওই হোটেলেই অবস্থান করছিলেন।

সকাল থেকেই বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী হোটেলের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাদের পরনে ‘চাকরিচ্যুত ব্যাংকার’ লেখা টিশার্ট দেখা যায়।

অবস্থান কর্মসূচি চলাকালে তারা “তারেক রহমানের আহ্বান, শুভেচ্ছা স্বাগতম”, “ভোট দিবে কিসে, ধানের শীষে”, “উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”–এমন সব স্লোগান দিতে থাকেন।

বেলা ১১টা ৪৪ মিনিটে তারেক রহমান হোটেল থেকে জনসভার উদ্দেশে বের হওয়ার সময় আন্দোলনকারীরা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

ইলিয়াস হোসেন নামে এক চাকরিচ্যুত ব্যাংকার বলেন, ‘আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। নির্বাচনের পর বিএনপি চেয়ারম্যান যেন আমাদের বিষয়টি সমাধান করেন, সেজন্য চাকরিচ্যুতরা এখানে এসেছেন।’