১১৫১ নমুনায় ২২২ আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক»
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। এরমধ্যে নগরে তিনজন এবং উপজেলায় একজন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫৪ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২২ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ৬৮৮ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ১৫১ নমুনায় আক্রান্ত হয়েছেন ২২২ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৯ দশমিক ২৮ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরে ১৩৪ জন এবং উপজেলায় ৮৮ জন। এ নিয়ে নগরীতে ৪৩ হাজার ৯৪২ জন এবং উপজেলায় ১১ হাজার ৭৪৬ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ৬৮৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরে তিনজন এবং উপজেলায় একজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন চারজন। এ নিয়ে নগরীরে ৪৫৮ জন এবং উপজেলায় ১৯৬ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫৪ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৭৪০ নমুনার মধ্যে ৬০ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪২ নমুনায় ৫২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৮ নমুনায় ১৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৭৪ নমুনায় ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৫৬ নমুনায় ৮ জন, শেভরণে ১৪৬ নমুনায় ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ নমুনায় ৭ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৪ নমুনায় ১২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৪ নমুনায় ৪ জন এবং আরটিআরএল ল্যাবে ৪৪ নমুনায় ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ১৯ জনের নমুনা পরীক্ষা করে দুজনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।