সুপ্রভাত ডেস্ক »
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৮ হাজার ৭২৪ জন।
৩০ জুন বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৯টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১ হাজার ৩৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছে ৩৯৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২৮৪ জন এবং উপজেলায় ১১৫ জন। উপজেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফটিকছড়িতে ৩২ জন। এছাড়া সীতাকুণ্ডে ২৪ জন, রাউজানে ২০ জন এবং মিরসরাইয়ে ১৬ আক্রান্ত হয়েছেন।
উপজেলা ভিত্তিক হিসেবে ফটিকছড়ি উপজেলায় সংক্রমণের হার বেশি। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৩ জুন থেকে ৮ দিনের জন্য লকডাউন করা হয় ফটিকছড়ি উপজেলা।