সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম শহরের আকবরশাহ কর্নেলহাট এলাকায় একটি আসবাবপত্রের কারখানায় অগ্নিকাণ্ডে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অফিসার কফিল উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানাটির সঙ্গে লাগোয়া একটি আসবাবপত্রের দোকানও ছিল। বিকেল পৌনে ৪টার দিকে সেখানে আগুন লাগে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর হতাহতদের সন্ধানে কারখানাটিতে তল্লাশি চালানো হবে।
এ কারখানায় রং, স্প্রিড, কাঠসহ বিভিন্ন ধরনের দাহ্য বস্তু আছে। সেগুলোতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে।



















































