ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী’র সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা গতকাল বিকেল ৩টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেন, ইকনোমিক টাইমস এর মতে যেকোন দেশ ও জাতি বিনির্মাণে সরকার, সুশীল সমাজ ও ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ অবদান থাকে। বাংলাদেশের রাজস্বে চট্টগ্রামের অবদান অর্ধেকের বেশী। বন্দরকে ঘিরে ভবিষ্যৎ কর্মকা- আরও বৃদ্ধি পাবে এবং চট্টগ্রামকে সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে বলে জানান বিপ্লব বড়–য়া।
মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামকে সমৃদ্ধ করলে দেশ সমৃদ্ধ হবে। চট্টগ্রাম সর্বক্ষেত্রে পথ দেখিয়েছে। আমাদের অবহেলায় চট্টগ্রাম পিছিয়ে আছে। তাই আমাদেরকে এক হয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে হবে। চট্টগ্রামের ব্যবসায়ী, শিল্পপতি, পেশাজীবী সবাই মিলে পরামর্শক্রমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’র আহ্বায়ক মাহবুবুল আলম জননেত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত মাহতাব উদ্দিন চৌধুরী তিনি বাংলাদেশের বর্তমান অর্থনীতির হৃদপি-ের চালিকাশক্তি ব্যবসায়ী সমাজ উল্লেখ করে অতীত ইতিহাস ভুলে না যাওয়ার আহ্বান জানান এবং সুনিশ্চিত জয়ের আশা ব্যক্ত করেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরের একজন হিসেবে যদি নিজ দায়িত্ব সঠিক ও যথাযথ সুচারুরূপে সম্পন্ন করতে পারেন, তাহলে মেয়রের কাছে প্রত্যাশা পূরণ হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, চট্টগ্রাম’র আহ্বায়ক মাহবুবুল আলম’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি এস এম আবুল কালাম, চেম্বার পরিচালক মো. এস এম আবু তৈয়ব, চেম্বারের সাবেক পরিচালক মঈনউদ্দিন আহমেদ (মিন্টু) ও মাহফুজুল হক শাহ, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু), উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, বিজিএমইএ’র সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির নগর সভাপতি সালামত আলী, বৃহত্তর বহদ্দারহাট দোকান মালিক সমিতির সভাপতি তাসকীর আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান, চিটাগাং শপ ওনার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরী, তামাকুমন্ডি লেইন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ কবির দুলাল, টেরীবাজার দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল হক, বিজিএপিএমইএ’র ১ম সহ-সভাপতি কেএইচ লতিফুর রহমান (আজিম), সেন্ট্রাল প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী, বিপুল সংখ্যক ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি