চকরিয়ায় মহাসড়কে বাড়ছে চুরি ছিনতাই, সড়ক দুর্ঘটনা

এম জিয়াবুল হক, চকরিয়া »

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশে ইদানিং আশংকাজনক হারে বেড়েছে চুরি- ছিনতাই ও যানবাহন ডাকাতির ঘটনা। একইসঙ্গে বেড়েছে ছোট-বড় সড়ক দুর্ঘটনার প্রবণতাও।
স্থানীয় লোকজন ও যানবাহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত চার মাসে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশে একাধিক চুরি ছিনতাই -ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এরমধ্যে পর্যটকদের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাও পাল্লা দিয়ে বেড়েছে। এসব ঘটনায় হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকাকে দায়ী করেছেন সড়ক সংশ্লিষ্ট লোকজন।
এরইমধ্যে সর্বশেষ শনিবার ভোররাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হাসেরদিঘি এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন মোটরসাইকেল আরোহী কক্সবাজারমুখী স্বামী স্ত্রী পর্যটক। তিনটি মোটর বাইকে গতিরোধ করে ৬ জনের একটি চক্র অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে চালিত মোটরবাইক, দুইটি স্মার্টফোন ও নগদ রক্ষিত টাকা। এ ঘটনায় চকরিয়া থানায় জিডি রুজু করেন ভুক্তভোগী পর্যটক। অবশ্য ওইদনই চকরিয়া থানা পুলিশ স্থানীয় রিংভং বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের ভেতর থেকে বনকর্মীদের সহযোগিতায় পর্যটকের মোটর সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের আজিজনগর- উত্তর হারবাং থেকে খুটাখালী-নতুন অফিস পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক অংশের ১৪ কিলোমিটার সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা। এই সড়কে প্রায় সময় বড়-ছোট দুর্ঘটনা ঘটে। সড়কের চকরিয়া অংশের ১০টি স্থানকে অতিঝুঁকিপূর্ণ বাঁক হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।
ঝুকিপূর্ণ বাঁকগুলো হচ্ছে চকরিয়ার হারবাং অংশের জাইল্যারাঢালা, ভাণ্ডারীর ডেবা, ইনানী, বরইতলী, বানিয়ারছড়া, ইসলামনগর, জিদ্দাবাজার, ভাঙারমুখ-ভেন্ডিবাজার, ফাঁশিয়াখালীর রিংভং, ছগিরশাহকাটা, মালুমঘাট ও খুটাখালীর মেধাকচ্ছপিয়া ঢালা। এসব পয়েন্টে দূর এলাকা থেকে আগত যানবাহন বেশিরভাগ সময় সড়ক দুর্ঘটনার শিকার হন।

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইতোমধ্যে মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় সতর্কতাসংবলিত সাইনবোর্ড বসানো হয়েছে। তবে তা কোনো কাজে আসছে না। পিচঢালা সড়কের পাশ থেকে মাটি সরে গেছে। এ ছাড়া অনেক স্থানের সর্তকতামূলক সাইনবোর্ড চুরি হয়ে গেছে।
তিনি বলেন, হাইওয়ে পুলিশের টহল টিম নিয়মিত দিনরাত মহাসড়কে দায়িত্ব পালন করছেন। তবে টহল টিমের সদস্যরা দীর্ঘক্ষণ সড়কের এক জায়গায় অবস্থান করে অন্য জায়গায় দায়িত্ব পালনে গেলে সুযোগ বুঝে কতিপয় দুষ্কৃতকারী চক্র অপরাধ কর্মে লিপ্ত হয়। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সর্বদা সর্তক থেকে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন।