নিজস্ব প্রতিবেদক »
নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশের একটি দল।
সোমবার সন্ধ্যায় আরামবাগ আবাসিক খালপাড় এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম খোরশেদ আলম। তার পিতার নাম শামসুল আলম।
জানা গেছে, খোরশেদ আলম আধুনিক চকসুপার মার্কেটের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল, মারামারিসহ চকবাজার থানায় একাধিক মামলা রয়েছে। ব্যবসার আড়ালে বর্তমানে তিনি ইয়াবার ব্যবসার সাথেও জড়িয়ে পড়েছেন।
অভিযানে নেতৃত্বদানকারী এস আই রবিউল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সুপ্রভাতকে বলেন, ‘খোরশেদ আলমকে সাইবার ট্রাইব্যুনালের একটি মামলার ওয়ায়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ আবাসিক এলাকার খালপাড় থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭১ পিস ইয়াবা পাওয়া যায়।’
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার সুপ্রভাতকে বলেন, ‘গ্রেফতার খোরশেদ আলমের বিরদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
ধারণা করছি তিনি এখন ইয়াবা ব্যবসার সাথেও জড়িয়ে পড়েছেন। না হয় তার কাছে এত ইয়াবা কোথা থেকে আসল। আগের মামলাসহ মাদকের আরো একটি নিয়মিত মামলা দিয়ে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’