চসিক প্রশাসকের সাথে কেজিডিসিএল কর্মকর্তাদের সাক্ষাৎ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে কর্ণফুলী গ্যাস সিস্টেম লিমিটেড (কেজিডিসিএল) এর একটি প্রতিনিধিদল গতকাল বুধবার বিকেলে টাইগারপাসস্থ করপোরেশনের অস্থায়ী অফিসে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করতে আসেন।
সাক্ষাৎকালে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, কেজিডিসিএল’র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রবঞ্জন বিশ্বাস, জেনারেল ম্যানেজার সরোয়ার হোসেন, উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রশাসক কেজিডিসিএল’র কর্মকর্তাদের আবাসিকে ভোগান্তি দূর করে গ্রাহক সেবা নিরবচ্ছিন্ন করতে বলেন। তিনি নগরীতে যেসব গ্রাহক এখনো ডিমান্ড নোট ইস্যুর পরও সংযোগ পাননি, তারা যাতে দ্রুত পায় সে ব্যবস্থা নিতে কেজিডিসিএল’র নুতন ব্যবস্থাপনা পরিচালককে উদ্যোগ নিতে বলেন।
প্রশাসক সুজন সংযোগ লাইনের জন্য নগরীর কোন সড়ক কাটা লাগলে, তা করপোরেশনের সাথে সমন্বয় করে কাটার পরামর্শ ও গ্যাসের সার্ভিসগুলো মানবিক করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি



















































