সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ভারতীয় ক্রিকেটার সানজু স্যামসনের মতে বিশেষত উইকেট কিপারের দৃষ্টিকোণ থেকে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট দীর্ঘ সময় ধরে এবং সবচেয়ে সফল। ধারাবাহিকভাবে এই ভূমিকা পালন করেছিলেন। গিলক্রিস্ট কীভাবে উইকেটকিপারের ভূমিকায় উইকেটরক্ষক ব্যাটসম্যানের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা স্যামসন সেই তালিকায় আরও একটি নাম যুক্ত করেছেন। তিনি হলেন এমএস ধোনি। গিলক্রিস্ট যদি শীর্ষে উইকেট কিপারের ভূমিকা পাল্টে দেন তবে ধোনিও কম নন। সেরা ফিনিশার হিসাবে বিবেচনা করে মিডল অর্ডারে বদলে দিয়েছেন তিনি।
‘উইকেটরক্ষকরাও আজ শীর্ষ ব্যাটসম্যান। আপনি বিশ্বজুড়ে দেখুন, বেশিরভাগ খুব ভাল ব্যাটসম্যান। অ্যাডাম গিলক্রিস্ট রক্ষণে আসা অর্ডারকে সামনে রেখে খেলা বদলেছিলেন, এমএস ধোনিও একইভাবে মিডল অর্ডারে করেছেন। যদি একজন উইকেটরক্ষক খুব ভাল শীর্ষ বা মিডল অর্ডার ব্যাটসম্যান হন তাহলে দলে অতিরিক্ত বোলার বা অলরাউন্ডার যোগ করতে সাহায্য করেন।’
সাম্প্রতিক সময়ে, মাঝখানে ধোনির উপস্থিতি আক্রমণাত্মক হওয়ার চেয়ে শান্ত ছিল।
২৫ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে বলেছেন, ‘এমএস ধোনির শান্ত এবং কঠিন পরিস্থিতিতে খেলা এমন একটি বিষয়, যা আমাকে প্রভাবিত করেছে।’
তথ্যসূত্র : টাইমসঅফইন্ডিয়া’র।
খেলা