নিজস্ব প্রতিনিধি, রাউজান »
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে একটি বিশাল আকাশমণি গাছ ভেঙে পড়ে সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে প্রায় ৪ ঘণ্টা। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান তাপবিদ্যুৎ গেইট এলাকায় এই গাছটি ভেঙে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেটি অপসারণ করেন। যানচলাচল স্বাভাবিক হয় সকাল ১০টায়।
স্থানীয়রা জানান, গাছটি উপড়ে একটি সিএনজি অটোরিকশার উপর গাছ ভেঙে পড়লে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালক আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া ৩৩ হাজার লাইনের বিদ্যুৎ সংযোগের ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে অসংখ্য বড় বড় গাছ মরে গেছে। বৃষ্টিপাত হলেই এসব ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ভেঙে পড়ছে সড়কের উপর। এতে পথচারী ও যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত।