গলায় ফাঁস দিয়ে পিডিবি কর্মচারীর আত্মহত্যা

কাপ্তাই

নিজস্ব প্রতিনিধি, কাপ্তাই »

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাংলা কলোনিতে গতকাল বুধবার সকালে মো. নিয়াজ মোর্শেদ (৩৬) এক কর্মচারী আত্মহত্যা করেন। তিনি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পুরসংরক্ষণ বিভাগ অফিসের অধীন ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সীতাকুণ্ড উপজেলায়।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মল্লিক বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে সকলের অগোচরে মান অভিমানে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন নিয়াজ। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, সকাল ১০ টা ১০ মিনিটের দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আনা হলেও এর আগেই তার মৃত্যু ঘটে। নিহতের গলায় দাগ রয়েছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।