সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় গভীর রাতে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ মিছিল করে তারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এসময় দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মাথা ও হাতে গুরুতর জখম হয়েছেন তিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেছে এমন খবর পেয়ে সেখানে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। তাদের হামলায় এক এসআই গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



















































