অলিখিত মিথ
তোমাকে অনেক দিয়েছি দুঃখ
দিয়েছি অনেক কষ্ট,
এই কালে আমি পতিত প্রেমিক
তুমিই সর্বশ্রেষ্ঠ।
ফিরে ফিরে চাই পেছনের কাল
জ্বলে জ্বলে রাত অপ্রাপ্ত সকাল,
সব পথ চলা ফল ও বিফল
স্বপ্ন দেখেছি স্বপ্নের ঘোরে জীবন উন্মাতাল।
এখন আমাকে দেখো ফুলেল বাসর ডাকে
তারপর আমি জল হয়ে ঝরে যাবো,
জানি একদিন অনাগত কালে ঘাসের চাদর হয়ে
ভুবন লোকের পায়ের তলার সেবায়েত হয়ে রবো।
আর তাকিও না পেছনের দিকে
আগত দিনের ভীত,
জানবে না কেউ বুঝবে না কেউ
তোমার আমার অলিখিত এই মিথ।
প্রেম-শহরের পথ
হৃদয় হতে একটু দূরে
বিশ্বনাথের বাড়ি
সেই বাড়িটার আখার আগুন আমি
সুজাতা সেন হাঁড়ি।
হাঁড়ির আধার গোলক ধাঁধার
জল-পিড়নের গর্ত,
ভুবন পারের আদম সুরত
খোঁজে প্রেমের শর্ত
বিশ্বনাথের বাড়ি হতে
প্রেমের বাড়ির পথ
কাঁটায় কাঁটায় চলার শহর
রক্ত জবার ক্ষত।
খরা
কি দারুণ খরা এই পোড়া মনে
ডাঙ্গায় বসত নেই, জলে জল-ডুবি নেই।
বিরান শস্যের মাঠে টান টান খান খান যন্ত্রনার ক্ষত।
হৃদয়ের বাম দিকে ভারি হয়ে নেমে আসে অন্ধকার
ছিনাল সুন্দর সেই অন্ধকারে ঝুলন্ত বাদুড়
হয়ে ঝোলে। দূরে কুয়াশার মাঠ ধীরে ধীরে
উঠে আসে আকাশের দিকে। মরা ঘাসে
জল, সমুদ্রের হাহুতাশ।
নিহত বকুল তুমি কার তাপে ঘেমে নেয়ে ঘুম ঘোরে?
নরম ভোরের বেলা কিছু পরে খরা হয়ে যাবে।
ডাঙ্গায় বসত নেই, জলে জল-ডুবি নেই।
সারা মাঠ ঠান ঠান খান খান যন্ত্রনার ক্ষত
চোখ থেকে পোড়া মনে খরার প্লাবনে ঢাকা পথ।
অন্ধ হতে পারলেই
স্বপ্নভরা বেলা ভূমি
দিগন্তের সীমা ছুঁয়ে মিশে আছে
তোমার আঙুলে আর কত সাহস,
স্বপ্নকে স্পর্শ করে যাবে?
প্রতিদিন হাত ছোট হয়ে আসে
ঢুকে যেতে চায় শরীরের দিকে
করুণা ভিক্ষের জন্যে অবশিষ্ট
করতলটুকু সহায় থাকে না।
দু’চোখের জন্যে দূর স্বপ্নভূমি
দেখি আর অক্ষমতা ঢাকবার জন্যে
লিখি কাব্য!
শুধু অন্ধ হতে পারলেই বুঝি
শেষ হয়ে যায় কাব্য-কান্না
আর স্বপ্ন দেখবার স্বপ্নভূমি।
দু’জনই মৌমাছি
আমাকে এখন ভীষণ পাচ্ছে অসুখে
ভালোবেসে এক অন্যপূর্বা পশুকে।
কার সাথে থেকে জলেমেশে হলে কাদা
বড়ো পিচ্ছিল রাঙা সর্পিল অনুরাধা।
অনুফোটা রাধা? নাকি অনুরাগী রাধা তুমি!
তোমার শিকড়ে জল ঢালিতেছে নারীবাদী পৌলমী,
স্বপ্নকে ডাকো স্বপ্নেরা হাঁটে দুর্গম মাঠে
দেখা হয়েছিলো অদেখা নারীকে স্মৃতি-বিভ্রাটে।
এখন নিজেকে উভয় লিঙ্গে ক্রম দেখিতেছি
পুরুষ কুসুম কুসুমিত নারী উভয়ই মৌমাছি।
খুরশীদ আনোয়ার
জন্ম চট্টগ্রাম
২ ডিসেম্বর ১৯৪৮
ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর (চ.বি.)
প্রকাশিত গ্রন্থসমূহ
কাব্যগ্রন্থ
হরিনাবৃত্ত রোদের চিল (কবিতা) বর্ণবীথি প্রকাশনা, ঢাকা (১৯৭৪)
দেশে নই দেশান্তরেও নই (কবিতা) এলিট পাবলিশার্স, ঢাকা (১৯৯৭)
এক পুরুষের রাধাচিন্তা (কাব্যগ্রন্থ) শৈলী প্রকাশনী, চট্টগ্রাম (২০০৭)
হালকা কবিতা (কাব্যগ্রন্থ) খড়িমাটি প্রকাশনী, চট্টগ্রাম
অর্ধেক মানুষ আর অর্ধেক হাওয়া, (কাব্যগ্রন্থ) পাঠক প্রকাশনী, কলকাতা (২০১৬)
অনুবাদ গ্রন্থ
সিলভিয়া প্লাথের কবিতা (অনুবাদ) মুদ্রণ, বাংলা একাডেমী (১৯৮৪)
উইলিয়াম ব্লেকের কবিতা (অনুবাদ) এলিট পাবলিশার্স, ঢাকা (১৯৯৭)
ছড়াগ্রন্থ
মিষ্টি মজা ছড়ার ভাজা (ছড়াগ্রন্থ) শৈলী প্রকাশনী (২০০০)
ঘাস ফড়িঙের ঘুম (ছড়াগ্রন্থ) ব্যামণ পাবলিশার্স (২০০৮)
হাট্টিমা টিম টিম (ছড়াগ্রন্থ) (সিডি এনিমেটেড) মনন প্রকাশন, ঢাকা।
সম্পাদনা
সাহিত্য পত্রিকা ‘একান্তর’ (১৯৮৪)
আপাতত’ (২০০০)
চতুর্মাত্রিক