নিজস্ব প্রতিনিধি, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনসুর আহম্মদ আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তার ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তার ভাই রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনসুর আহম্মদ বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ করোনাভাইরাসের উপসর্গে ভুগছিলেন।
গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করলে ফলাফল পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় আজ নয়টার দিকে তিনি মারা যান। করোনা শনাক্ত হওয়ার পূর্বেও তার ডায়াবেটিকস এবং উচ্চরক্তচাপ ছিলো।
স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়ে,২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।