সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
মার্সেইয়ের আলভারো গনসালেসের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হওয়ার যে অভিযোগ নেইমার তুলেছেন তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছে তার ক্লাব পিএসজি। ঘটনাটি তদন্ত করে দেখতে ফরাসি লিগ কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ক্লাবটি। খবর বিডিনিউজের।
গত রোববার লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে নিজেদের মাঠে ১-০ গোলে হারে পিএসজি। ম্যাচের শেষ দিকে লেয়ান্দ্রো দানিয়েল পারেদেসের এক ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুলকালাম বেঁধে যায়। হাতাহাতি, ধাক্কাধাক্কির এক পর্যায়ে গনসালেসের মাথার পেছনে হাত দিয়ে আঘাত করতে দেখা যায় নেইমারকে।
এই ঘটনায় লাল কার্ড দেখেন পিএসজির নেইমার, লেইভিন কুরজাওয়া ও পারেদেস এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তো।
মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে নেইমার জানান, তিনি একটি বর্ণবাদী মন্তব্য শুনেছেন। পরে টুইটারেও এ নিয়ে ক্ষোভ উগরে দেন ২৮ বছর বয়সী এই তারকা। বিষয়টি আমলে নিয়ে এক বিবৃতিতে সোমবার ঘটনাটি তদন্ত করতে ফরাসি লিগ কর্তৃপক্ষকে (এলএফপি) আহ্বান জানায় পিএসজি। যার বিরুদ্ধে নেইমারের অভিযোগ, সেই গনসালেস অবশ্য অস্বীকার করেছেন।
খেলা