চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ইন্দিরা চৌধুরী গতকাল ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জন্য ১ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেন।
অনুদানটি তিনি তার পিতা জ্যোর্তিম্ময় চৌধুরী ও মাতা অর্চ্চনা চৌধুরীর নামে প্রদান করেন।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন হাসপাতালের পক্ষে উক্ত ডোনেশন গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ, ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী (আরজু), উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. শেফাতুজ্জাহান, স্কিন অ্যান্ড ভিডি বিভাগের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. শামসুন নাহার বিনতে মান্নান, হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামিরা তৌফিক রেশমা, শিশু আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. ফাহিম হাসান রেজা, শিশু নেফ্রলজী বিভাগের সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. কামাল হোসেন জুয়েল প্রমুখ।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডা. ইন্দিরা চৌধুরীকে তার এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি
মহানগর