কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন বিষয়ক দিনব্যাপী কর্মশালা চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি’র প্রোগ্রাম ম্যানেজার ডা. অনিন্দ্য রহমান, ইভালুয়েশন কর্মকর্তা ডা. রিজভী মাহমুদ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট ডা. আবু সাদাত মো. শিহাব উদ্দিন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) ও পরিসংখ্যানবিদরা কর্মশালায় অংশ নেন।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় এন্টিজেন র্যাপিড ডিভাইসের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা, সনাক্তকরণ, রোগীদের অবহিতকরণ ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিএইচআইএস-২ তথ্য ভা-ারের রিপোর্টিং বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি
মহানগর