সুপ্রভাত ডেস্ক :
কোভিড ডেডিকেটেড হাসপাতালগুরোতে বেড খালি আছে কিনা এখন থেকে তা ফোন করে যে কেউ জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া চারটি মোবাইল নাম্বারে ফোন করলে জানা যাবে কোন হাসপাতালে কত রোগী ভর্তি আছে, কত বেড খালি আছে, আইসিইউ খালি আছে কিনা।
বৃহস্পতিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মোবাইল নাম্বারগুলো হলো- 01313-791130, 01313-791139, 01313-791139, 01313-791140
এই নাম্বারগুলোতে ফোন করলে কোভিড হাসপাতালগুলোতে বেড বা আইসিইউ খালি আছে কিনা জানা যাবে। এতে করে বেড বা আইসিইউএর জন্য রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার ভোগান্তি কমবে বলে জানিয়েছেন অধ্যাপক নাসিমা সুলতানা।