বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রতীকী অনশন
বাংলাদেশ কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ খুরশিদ আলম স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও জাতীয় বাজেটে কিন্ডারগার্টেন স্কুলের জন্য আলাদা অর্থের বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, চট্টগ্রাম বিভাগেই ১০ হাজার কেজি স্কুল বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। ১৫ মাস স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখাপড়া ধ্বংসের দ্বারপ্রান্তে। অনলাইন ক্লাসের নামে মোবাইল হাতে পেয়ে ভিডিও গেইমে ডুবে গেছে ছাত্র-ছাত্রীরা।
খুরশিদ আলম অবিলম্বে স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিয়ে পর্যায়ক্রমিকভাবে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানান। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সারাদেশব্যাপী ঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে।
প্রতীকী অনশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদের আহবায়ক অধ্যাপক মোহাম্মদ খুরশিদ আলম।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ সাজেদ ইকবালের সভাপতিত্বে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় মহাসচিব লুৎফর রহমান আলমের পরিচালনায় বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম, কেয়ার চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহম্মাদ, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান, অধ্যক্ষ ডা. শেখ এ রাজ্জাক আলী রাজু, হাসান মুকুল,কাজী সরোয়ার খান মন্জু, রিয়াজ মোহাম্মদ,অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,অধ্যক্ষ রাশেদুল আজম মন্জু, অধ্যক্ষ কাজী আবদুর রহমান, ডা. ইসমাইল চৌধুরী, অধ্যক্ষ মিসেস মাসুদা বেগম, অ্যাডভোকেট গোলাম ফারুক, অধ্যক্ষ মো. আবদুল জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি