শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। সবাই ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার পেছনে না ছুটে কারিগরি জ্ঞানের প্রতিও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। স্কুলের আঙিনায় কারিগরি শিক্ষাদানের জন্য শেড নির্মাণের ব্যবস্থা থাকলে তা করে শিক্ষা প্রদানের ব্যবস্থা নিতে হবে, যাতে বেকারত্বমুক্ত দারিদ্র্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।
নগরীর পি এইচ আমীন একাডেমি প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের ৮১ বছর পূর্তি উপলক্ষে গতকাল স্কুলমাঠে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি-আরবিসহ অন্যান্য ভাষার ওপর দক্ষতা অর্জনেও গুরুত্ব দিতে হবে। ভাষায় দক্ষতা বৃদ্ধি জীবনে উন্নতির সহায়ক হিসেবে কাজ করে।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস, মহিলা কাউন্সিলর হুরে আলম বিউটি, ব্যবসায়ী ও স্কুলের প্রাক্তন শিক্ষক এস এম জাহিদ চৌধুরী ও মানামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মহসিন। মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মুসলিম সাইফুলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক এরশাদুল আমীন, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি