বাসুদেব খাস্তগীর
কর্ণফুলী কর্ণফুলী তোর কি আছে তাড়া?
একটুখানি দাঁড়া-
তোর কি আছে আগের মত স্বচ্ছ জলের ধারা?
কেমন আছে দুইপাড়ে তোর বসত করা লোক?
শুনেছি তোর বুকের মাঝে স্বজনহারার শোক।
দখলদারের উৎপাতে তোর ছিন্নভিন্ন মন
তুই যেন আজ উজার করা বৃক্ষহীন এক বন।
কর্ণফুলী কর্ণফুলী তোর কি আছে তাড়া?
একটু দিবি সাড়া-
তোর বুকে গান গেয়ে মাঝি হয় কি পাগলপারা?
কেমন আছে তোর গভীরে জড়িয়ে থাকা মাটি?
বুকে নাকি বিষাক্ত বিষ ঘুমায় পরিপাটি।
শাখা এবং প্রশাখাদের জীর্ণ শীর্ণ দেহ
ফায়দা লুটে তোকে নিয়ে, নেয় না খবর কেহ।
কর্ণফুলী কর্ণফুলী তোর কি আছে তাড়া?
শত্রুরা বল কারা-
তোর ঘরে যে আগুন জ্বালে, কর তারে ঘর ছাড়া।