কর্ণফুলী রক্ষায় ‘বিনি সুতার মালা’

কর্ণফুলী রক্ষায় দেশের সামাজিক আন্দোলন তিনব্যাপী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার প্রথম দিন ‘বিনি সুতার মালা’র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কর্ণফুলী নদীতে ভাসমান মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এক ঘাট থেকে অন্য ঘাটে ঘুরে ঘুরে কর্ণফুলী দখল-দূষণমুক্ত করার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য নদী ব্যবহারকারীদের মধ্যে উপস্থাপনের পাশাপাশি আঞ্চলিক গান ও পাহাড়ি নৃত্যের আয়োজন করা হয়। বিনি সুতার মালার ভাসমান মঞ্চ কর্ণফুলী নদী সদরঘাট চরপাথরঘাটা সাম্পান ঘাট, গাইজ্জার ঘাট, তোতার বাপের হাট, কালুরঘাট বোয়ালখালী হয়ে নগরীর ব্রিজ ঘাট অভয়মিত্র ঘাট ও বাংলাবাজার এসে সমাপ্ত হয়।

গতকাল বুধবার সকাল ৯টায় নগরীর সদরঘাট থেকে বিনি সুতার মালা অনুষ্ঠানের উদ্বোধন করেন সাম্পান সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা ১৪২৯ বাংলার প্রধান সমন্বয়ক শাহেদুর রহমান শাহেদ।

উদযাপন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ফরিদের সভাপতিত্বেও উদযাপন পরিষদের সমন্বয়ক এস এম পেয়ার আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আলহাজ্ব হায়দার আলী, প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী গবেষক প্রফেসর ড. ইদ্রিস আলী, বিশেষ অতিথি ছিলেন, চরপাথরঘাটার সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক মেম্বার। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদযাপন ও কর্ণফুলী নদী দখল দূষণমুক্ত করার গুরুত্ব সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান।

সনজিত আচার্য্যরে পরিচালনায় বিনি সুতার মালায় আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী গীতা আচার্য্য ও শীলা চৌধুরী। পলিয়ন মোবাং এর পরিচালনায় মারমা ত্রিপুরা নৃত্য পরিবেশন করেন শ্রীদেবী ত্রিপুরা, মেমাসিং মারমা। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি জাফর আহমদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান দয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লেদু মিঞা, জেবল হোসেন, আলী নূর, সহ কোষাধ্যক্ষ ফরিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি