করোনা ভাইরাস থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ

দুস্থদের মাঝে সিভিল সার্জনের খাবার বিতরণ

জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে গতকাল বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে নগরীর দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি খাবারসামগ্রী বিতরণ করেন।
পুষ্টিকর খাবারের মধ্যে ছিল চাউল, ছোলা, খেজুর, সেমাই, সোয়াবিন তেল, পিঁয়াজ ও লবণ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুর উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়–য়া, জেলা স্টোর ইনচার্জ জাহেদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর প্রবীর মিত্র, স্যানিটারি ইন্সপেক্টর টিটু পাল, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মো. নূও হোসেন প্রমুখ।
পুষ্টিকর খাবার বিতরণ বিতরণ অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবসময় মাস্ক পরিধান করতে হবে। সাবান ও পানি দিয়ে ঘনঘন হাত ধুয়া ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিজ্ঞপ্তি