নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে তিনজন চিকিৎসাধীন রোগী মারা গেছে। এদের মধ্যে একজন নারী করোনায় আক্রান্তছিলেন এবং অন্য দুজন পুরম্নষ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে বলেন, জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছে। এদের মধ্যে নগরীর পাথরঘাটা আশরাফ আলী রোডের ৬৫ বছর বয়সী এক নারীর রয়েছে যার করোনা পজেটিভ ছিল। তিনি গত শনিবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর কয়েক ঘণ্টার পর রাত সাড়ে ১০ টার দিকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফটিকছড়ি উপজেলার এক ৭০ বয়সী বৃদ্ধ মারা যান। এছাড়া রবিবার সকাল ৮ টার দিকে নগরীর আগ্রাবাদ বেপারী পাড়ার ৫৯ বয়সী এক পুরম্নষ মারা যান জেনারেল হাসপাতালে। এই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রির্পোট আসলে জানা যাবে, তারা দুজন করোনায় সংক্রমিত কিনা।
এ পর্যন্ত১১৩ জন রোগী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। তারমধ্যে সাতজন রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রামে এই পর্যন্তকরোনায় আক্রান্তহয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।