নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে ৬৭১ নমুনা পরীক্ষায় শনাক্ত হলো ৬৫ জন। গত মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল, আরটিআরএল, মা ও শিশু হাসপাতাল এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬৭১ নমুনার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৬৫ জনের। নতুন এই শনাক্তের মাধ্যমে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা হলো ১৯ হাজার ২৪৮ জন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৬২ নমুনার মধ্যে ১২ জন করোনা পজিটিভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫২ নমুনায় ১২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৬৮ নমুনার মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ২৯ নমুনায় ৫, ইম্পেরিয়াল হাসপাতালে ৪১ নমুনায় ৬, মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনায় ৪। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবে (আরটিআরএল) দুইজনের নমুনায় এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে একজনের নমুনায় কারো পজিটিভ পাওয়া যায়নি।