সুপ্রভাত ডেস্ক :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান মারা গেছেন। রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সোমবার রাত ৩টা ৪১ মিনিটে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মৃত্যুবরণ করেন।
মো. মিজানুর রহমান সিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সিএমপির জনসংযোগ কর্মকর্তা মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মো. মিজানুর রহমানের মৃত্যুতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।