করোনায় আরও চারজনের মৃত্যু

চট্টগ্রাম
নতুন আক্রান্ত ২৭৯

নিজস্ব প্রতিবেদক <
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ৯৭ মৃত্যুসহ চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৮৬ জনে। চার মৃত্যুর মধ্যে নগরীতে তিনজন এবং উপজেলায় একজন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন। আক্রান্তদের মধ্যে নগরীতে ২০৯ জন এবং উপজেলায় ৭০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৭১৬ জনে।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত শুক্রবার কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে ১৮১০ নমুনায় আক্রান্ত হয়েছেন ২৭৯ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৫ দশমিক ৪১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ২০৯ জন এবং উপজেলায় ৭০ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৩৯ হাজার ১০০ জন এবং উপজেলায় ৯ হাজার ৬১৬ জনসহ চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৭১৬ জনে। এ নিয়ে নগরীতে ৩৬২ জন এবং উপজেলায় ১২৪ জনসহ করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮৬ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বিআইটিআইডিতে ৪৪৯ নমুনার মধ্যে ৬৮ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২৬ নমুনায় ৪৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪৬৬ নমুনায় ৩৯, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১৫২ নমুনায় ৩৬, শেভরনে ৩৩৫ নমুনায় ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১০১ নমুনায় ২৯ জন, মেডিকেল সেন্টারে ২৩ নমুনায় ৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪১ নমুনায় ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ১৭ নমুনায় ৫ জন আক্রান্ত হয়েছেন।