সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
খেলার মাঠে অনেক দিন আগেই থাবা বসিয়েছে অদৃশ্য শত্রু করোনা ভাইরাস। যার জেরে স্থগিত হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি এ-র মতো সমস্ত ফুটবল লিগ। তবে সম্প্রতি করোনাতঙ্ক কাটিয়ে নিয়মবিধি মেনে মাঠে ফিরেছেন মেসি-রোনাল্ডোরা। ফুটবল ফিরেছে। কিন্তু আতঙ্ক এখনও কাটেনি। কারণ, করোনা ভাইরাস এখনও আগের মতোই প্রকোপ দেখিয়ে চলেছে। এবার এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন বার্সেলোনা তথা স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্ডেজ।
খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর থেকেই কাতারের ক্লাব আল-সাদের কোচিংয়ের দায়িত্বে আছেন জাভি। করোনা আতঙ্ক কাটিয়ে শনিবারই মাঠে ফিরছে জাভির ক্লাব। কিন্তু নিজের বর্তমান ক্লাবের প্রথম ম্যাচেই স্টেডিয়ামে থাকতে পারলেন না বার্সার প্রাক্তন মিডফিল্ডার। নিজেই ইনস্টাগ্রামে অসুস্থতার কথা জানিয়েছেন ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারকা। ইনস্টা পোস্টে তিনি বলছেন, ‘কয়েকদিন আগে কাতার সুপার লিগের নিয়ম অনুযায়ী আমি করোনা পরীক্ষা করিয়েছি। আমার শেষ টেস্ট পজিটিভ। তবে এখনও সুস্থই আছি। যতদিন না চিকিৎসকরা ছাড়পত্র দিচ্ছেন, ততদিন আমি আইসোলেশনেই থাকব। আমি কাতার সুপার লিগের আধিকারিক এবং আল সাদ ক্লাবের আধিকারিকদের ধন্যবাদ জানাব, আমার পাশে থাকার জন্য। এবং এত তাড়াতাড়ি আমার এই সংক্রমণ শনাক্ত করার জন্য। আশা করি, দ্রুত আপনাদের সঙ্গে ফুটবল মাঠে দেখা হবে।’
খবর : সংবাদপ্রতিদিন’র।
খেলা