নিজস্ব প্রতিবেদক »
করোনার সূচনা থেকে দেশে অন্যান্যদের মতো কাস্টমস বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সম্মুখযোদ্ধা হিসেবে জাতীয় রাজস্ব আদায়ে দিন রাত কাজ করে গেছেন। অনেকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেন। অনেকে সুস্থ হয়ে আবারো রাজস্ব আদায়ের কাজে নিয়োজিত হন।
এ বিবেচনায় করোনার টিকা আসার আগেই এ বিভাগের সকলকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করে সরকারের স্বাস্থ্য বিভাগ। নিবন্ধনের পর গতকাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কেন্দ্রে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট চট্টগ্রাম কমিশনারেটের কমিশনারসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের টিকা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। সতীর্থের নিয়ে টিকা নিয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট চট্টগ্রাম কমিশনারেটের কমিশনার মো. আকবর হোসেন ভীতি দূর করে সংশ্লিষ্ট সকলকে টিকা নেয়ার আহ্বান জানান। এছাড়া বিশেষ ব্যবস্থায় টিকা দেয়ার সুযোগ করার জন্য চট্টগ্রাম সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।
মহানগর