বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে শ্রমজীবী বা নিম্নআয়ের (যারা ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত) মানুষদের জন্যে কোভিড-১৯ টিকা নিবন্ধন সহায়তা শুরু হয়েছে। চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলের সামনে বুথ বসিয়েছে ছাত্র ইউনিয়ন। আগামী এক মাস চলবে সংগঠনটির ভ্যাকসিন নিবন্ধন সহায়তা কার্যক্রম।
জেলা সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী বলেন, বিনামূল্যে আমরা কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তা কার্যক্রম পরিচালনা করছি শ্রমজীবী মানুষদের জন্যে। ভ্যাকসিন নিবন্ধন অনলাইনে হওয়ার কারণে অনেক শ্রমজীবী তা বুঝতে পারে না। তাই শ্রমজীবীরা যাতে সহজে ভ্যাকসিন নিতে পারে সে লক্ষ্যে ১ মাসব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে। ভ্যাকসিন নিবন্ধন সহায়তার বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেন বলেন, চট্টগ্রাম শহরের গার্মেন্টস শ্রমিক, বস্তির অধিবাসীরা, রিকশা চালক, নিম্নআয়ের মানুষরা ইন্টারনেট সুবিধা নিতে পারছেন না বলে তারা ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। যারা এই করোনাকালীন সময়েও আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছে তাদের জন্যে আলাদা ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে দাবি জানাই তাদের জন্য আলাদাভাবে ভ্যাকসিন সুবিধা দেওয়া হোক। আগামীদিনে চাহিদা অনুযায়ী আমরা এই সংখ্যা বৃদ্ধি করবো। বিজ্ঞপ্তি