নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মঙ্গলবারের করোনা টেস্টে ১১৬ জন রোগী ‘পজিটিভ’ পাওয়া গেছে। মাত্র ৪২২ জনের টেস্টে এই ফলাফল এসেছে। এই দিন কক্সবাজার সদরে রোগীর সংখ্যা কমলেও বেড়ে গেছে পার্বত্য বান্দরবান জেলায়। এই জেলাতে একদিনেই শনাক্ত হয়েছে ৪০ জন করোনা রোগী।
অন্যদিকে কক্সবাজার জেলায় বাড়তে শুরু করেছে টেকনাফ, উখিয়া ও কুতুবদিয়া উপজেলায়। মঙ্গলবার এই তিন উপজেলার মধ্যে উখিয়ায় ১৮ জন, টেকনাফে ২০ জন ও কুতুবদিয়ায় ১৫ জন নতুন রোগী ‘পজিটিভ’ হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ অধ্যড়্গ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তার দেয়া তথ্য মতে, মঙ্গলবার ‘পজিটিভ’ আসা ১১৬ জনের মধ্যে ১১৩ জন নতুন রোগী ও ৩ জন ফলোআপ রোগী রয়েছেন। এছাড়াও নতুন শনাক্ত ১১৩ জনের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ৭০ জন, বান্দরবান জেলার ৪০ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
সূত্রমতে, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৩ জন, রামু উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ১৮ জন, টেকনাফ উপজেলায় ২০ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ৭ জন ও কুতুবদিয়া উপজেলায় ১৫ জন এবং পার্বত্য বান্দরবান জেলায় ৪০ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ জন।






















































