সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
সিরিজে দারুণ রোমাঞ্চ তৈরি হয়েছিলো। প্রথম দুই ম্যাচ জিতেছিলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। পরের দুই ম্যাচ জিতেছিলো ভারত। ২-২ ম্যাচে যখন সিরিজে সমতা, তখন শেষ ম্যাচটি পরিণত হয়েছিলো অঘোষিত ফাইনালে। টি-টোয়েন্টির দুই পরাশক্তির ফাইনালের লড়াইয়ে জয় হলো ওয়েস্ট ইন্ডিজেরই। শেষ ম্যাচে রোববার রাতে ভারতকে ১২ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিলো ক্যারিবীয়রা। মূলত ব্রেন্ডন কিংয়ের হাতেই বিধ্বস্ত হতে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। তার ৫৫ রানে অপরাজিত ৮৫ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করেই অসাধারণ জয়টি তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ফ্লোরিডার লডারহিলে অনুষ্ঠিত সিরিজের শেষ এই ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। সুর্যকুমার যাদব ছাড়া ভারতের আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত। জবাব দিতে নেমে ওপেনার ব্রেন্ডন কিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে যোগ হয় নিকোলাস পুরানের ৩৫ বলে ৪৭ রানের ইনিংস যোগ হলে ১৮ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ছক্কা মেরে ক্যারিবীয়দের জয় এনে দিলেন শাই হোপ। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করার যুক্তি হিসেবে দেখিয়েছিলেন, আগে ব্যাট করে নিজেদের চ্যালেঞ্জ করতে চান তারা। কিন্তু ফ্লোরিডার মাঠে দু’দিনের ব্যবধানে ভারতের শুরুটা হল দুই রকম। শনিবার ফ্লোরিডার মাঠে ওপেনারদের দাপট দেখা যায়, তা হলে রোববার দুই ওপেনার ফিরে গেলেন ১৭ রানের মধ্যেই। খবর জাগোনিউজ’র