ওমর কায়সারের গুচ্ছ কবিতা

এমন হেমন্তকাল

আমার মন খারাপের পাশে

একদিন চুপচাপ এসে শুয়ে থাকবে

হেমন্তকাল।

জানি তুমি মার্জনার মতো

কখনোই ফিরে আসবে না আর।

দীর্ঘশ্বাসে

পৃথিবীর মুঠোফোনগুলো নিভে যায়

আর ঘোর অন্ধকারে

দারুণ দুঃখের মতো

কী সুন্দর হয়ে ওঠে সমস্ত পৃথিবী।

 

জলে ভেসে ভেসে

আমি এই উদ্দেশবিহীন জলে ভেসে

অচেনা মায়ার দিকে যেতে যেতে

যদি আর ফিরে না আসি।

তবে জেনো

স্রোত আর নির্জনতা পাথরের মতো চেপে ধরেছিল আমি ও আমার গোধূলিবেলাকে।

বনে বনে সমাহিত পাতাদের কাদায় কাদায়

কোনোদিন যদি পেয়ে যাও

অচেতন মুঠোফোন

দেখে নিও আমার স্ট্যাটাসে

শুন্যতার চিহ্ন ছাড়া আর

কোনো বাক্য কোথাও ছিল না।

অনেক দেরিতে ফোটা আকাশের গায়ে

অকারণ বিষন্নতা ছড়িয়েছে যে তারাটি

তার আলো বানভাসির কান্নার মতো নেমে আসে

হাহাকার ছড়াতে ছড়াতে।

 

আশ্বিনের মন

এরকম হলাহল, হন্তারক হল্লার বদ্বীপে

নীরবে কখন এলে পিতৃগৃহে পা টিপে টিপে

আবার ফিরেও গেলে ঢাকহীন অন্য বিসর্জন

বৃষ্টি ভেজা কাশফুলে আশ্বিনের ভালো নেই মন!

 

 

ভবঘুরের জন্য

কেউ কি কাঁদে , কেউ কি ভাবে

কেউ কি ফেলে চোখের জল

ওপার গিয়ে খাবেটা কী

ভাতের পাগল তফাজ্জল!

ওইখানে কি দেয়াল আছে

ফুটিয়ে তোলা নীরব প্রাণ?

সড়ক জুড়ে মিছিল থাকে

কণ্ঠ জুড়ে মনের গান?

পাগলা ছেলে ভবঘুরে

রাজনীতি কী বুঝবি তুই

আর কিছু নয় ওইপারেতে

মা বাবাকে খুঁজবি তুই

 

 

শরীর জুড়ে কলহবিবাদ

ডান চোখ

ঝরনার কলহাস্যে দেখে গানে ভাসা জুম

অন্য চোখ

জলের গভীরে পায় পাথরের ঘুম।

এক চোখ

অরণ্যে কোথাও দেখে ব্যাকুল নিষাদ

বাম চোখে

গোধুলির অন্ধকারে হরিণী বিষাদ।

এক চোখ রাত্রি ভাবে, অন্য চোখ চাঁদ

বাম যদি মায়া বোঝে, ডান বোঝে ফাঁদ।

বাম কানে

ভেসে আসে অশ্বক্ষুরধ্বনি

ডান কান

দামামা বাজায়, শোনায় অশনি।

এ কদম

চলে যায় দূরে, অন্য তেপান্তরে

ও কদম

পড়ে থাকে একা, শুন্য কোনো ঘরে।

এরকম আন্তঃদেহ কলহবিবাদে

নিঝুম আত্মার ঘরে কেউ যেন কাঁদে।

সমস্ত শরীর জুড়ে কটু বাক্য বিতর্কের ক্ষত

গৃহযুদ্ধে পুড়ে ছাই মানচিত্রের মতো।

 

 

প্রকাশিত গ্রন্থ

কবিতা

১. প্রাগৈতিহাসিক দুঃখ ১৯৮৮, – অচিরা প্রকাশনা, চট্টগ্রাম

২. আকাশ বুনন ১৯৯৭ – ডিরোজিও

৩. প্রতিমা বিজ্ঞান ২০০১ – শৈলী প্রকাশনা, চট্টগ্রাম

৪. বাস্তুসাপও পালিয়ে বেড়ায় ২০০৫ Í – শৈলী প্রকাশনা – চট্টগ্রাম

৫. প্রাচীন প্রার্থনাগুলো ২০০৮, – পাঠসূত্র প্রকাশনা ঢাকা।

৬. নির্বাচিত কবিতা ২০১৪ সংবেদ প্রকাশনী, ঢাকা, (প্রথম সংস্করণ)

খড়িমাটি প্রকাশনা ২০১৮ (দ্বিতীয় সংস্করণ)

৭. আমিহীন আমার ছায়াগুলো ২০২০ প্রথমা প্রকাশনী, ঢাকা

৮. দস্যু বনহুরের মতো ২০২২

৯. ঋতুচক্র থেমে গেলে ২০২৩

১০. লাচুংয়ের রাত ২০২৪

১১. শ্রেষ্ঠ কবিতা ২০২৪

১২. এই রোদ্দুর যাবে কদ্দুর (কিশোর কবিতা) ২০২৪

 

ছড়ার বই

১. ছন্দ বোঝাই ট্রাক ২০২৪

 

যৌথ কবিতার বই

১. দ্রৌপদীর প্রেমিকেরা

২. দ্রৌপদীর প্রেমিকেরা ও অন্য একজন

 

 

উপন্যাস

অ্যাকুরিয়ামের দিনগুলো ২০১৮, বাতিঘর, ঢাকা, চট্টগ্রাম

 

ছোটদের উপন্যাস

১. দূর সাগরে পথ হারিয়ে, র‍্যামন প্রকাশনী

২. মেছো ভূতের গল্প ২০০৮, কোডেক প্রকাশনী

 

ছোটদের গল্প

১. পরি ও জাদুর তুলি ২০০৯ শৈলী (১ম) খড়িমাটি (২য় সংস্করণ)

২. জাদুর বেলুন ২০১৭ চন্দ্রদীপ

৩. অবিকল স্বপ্নের মতো ২০১৯ খড়িমাটি

৪. সে এক আশ্চর্য বাতি ২০২১

৫. ভাড়া করা সাইকেল ২০২৪

৬. নোরা যখন ছোট ছিল ২০২৪

 

পরিবেশ বিষয়ক

তৃণভূমি  ১৯৯১ সাহিত্য প্রকাশ

 

গল্পের বই

প্রেম ও সম্পর্ক – ২০২২