চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিড্স স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্লাসিডিয়ানস্ অ্যাসোসিয়াশেন (ওপিএ) দ্বারা পরিচালিত ওপিএ লিটারেসি স্কুলের ২০০ গরীব ও দুস্থ ছাত্রদের পরিবারের মধ্যে ১৯ জুলাই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় সেন্ট প্ল্যাসিড্স স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রত্যেক দুস্থ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করা হয়।
প্রত্যেক পরিবারে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি পিঁয়াজ, ৫০০ গ্রাম চিড়া, ৫০০ গ্রাম কাপড়ের সাবান ও ৫০০ গ্রাম লবণসহ মোট ১৩.৫ কেজি করে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে ওপিএ কার্যকরী কমিটির সভাপতি ওপিএন প্রসেনজিত দত্ত রাজু, সাধারণ সম্পাদক ওপিএন মোহাম্মদ আনিছউল্লাহ, ওপিএ লিটারেসি স্কুলের আহবায়ক ওপিএন মোহাম্মদ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ওপিএন ইমরুল কায়েস, সদস্য ওপিএন সজল কান্তি চৌধুরী, ওপিএন ডেভিড পিনহারিও, ওপিএন ওয়াসিম শরীফ, সাবেক কোষাধ্যক্ষ ওপিএন এন্সলেম এল মার্টিন,ওপিএন জুয়েল রহমান, এবং লিটারেসি স্কুলের শিক্ষক বৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মহানগর