সুপ্রভাত বিনোদন ডেস্ক »
‘মিশন এক্সট্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর।
প্রায় তিন বছরের প্রতীক্ষার পর ছবিটি ৩ ডিসেম্বর সারা দেশে অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ১৬টি, অস্ট্রেলিয়ার ১১টিসহ চারটি মহাদেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি, যা ঢালিউডের ইতিহাসে প্রথম কোনও ঘটনা।
এসব মিলিয়ে সিনেমাটি নিয়ে বেশ স্নায়ুচাপে আছেন এর নায়িকা ঐশী। তার ভাষ্য, ‘কোনও অনুভূতিই কাজ করছে না। কেমন যেন সময় কাটছে।’
মুক্তির আগের দিন (২ নভেম্বর) জানালেন, ছবিটি নিয়ে অনেক আগেই ঘুম উবে গেছে। খাওয়া দাওয়ার অবস্থাও সুবিধার নয়।
বলেন, ‘সত্যি বলতে, গত কয়েক রাত ঘুমাতে পারিনি। ঘুম নাই হয়ে গেছে। আর খাওয়া-দাওয়ার সময়ই পাচ্ছি না। গত কয়েক দিন ধরেই খুবই ব্যস্ত। শুক্রবার সারা দিন টিমের সঙ্গে বিভিন্ন হলে গিয়ে সিনেমা দেখবো।’
তরুণ এ অভিনেত্রী সবার কাছে প্রার্থনাও চাইলেন। ‘ইন্ডাস্ট্রির অনেকেই গুড উইশ জানাচ্ছেন। মাঝখানে অনেক দিন গায়েব ছিলাম। খোঁজ-খবর ছিল না। আবার সবই আমার খোঁজ নিচ্ছেন, ফোন দিচ্ছেন। এটা আমার জন্য বিশেষ। সবার কাছে শুভ কামনা চাই আমি’- বলেন ঐশী।
‘মিশন এক্সট্রিম’ বাংলাদেশসহ চার মহাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।