লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অক্টোবর সেবা মাস উপলক্ষে গতকাল ১ অক্টোবর সকালে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে ক্লাব সভাপতি লায়ন মিজানুর রহমান মজুমদারের সহযোগিতায় ক্লাবের স্থায়ী প্রজেক্ট ঝাউতলা কোরআনিয়া এতিমখানা মাদ্রাসায় ২৪০ জন এতিমদের জন্য ১ মাসের খাদ্য সরবরাহ করা হয়।
এরমধ্যে চাউল ৫০০, ডাল ও চিনি ২০ কেজি, তেল ১৫ লিটার, আলু ৫০ কেজি, পেঁয়াজ ১০ কেজি ও আদা-রসুন বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন অক্টোবর সেবা মাসের চেয়ারম্যান ও প্রথম ভাইস জেলা গভর্নর, লায়ন আল সাদাত দোভাষ সাগর ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী।
স্বাগত বক্তব্য রাখেন, ডায়মন্ড সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন চৌধুরী শামীম মোস্তফা। ক্লাবের সেক্রেটারি আবিদুর রহমান মজুমদারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অশেষ কুমার উকিল, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন শামীম আরা বেগম, লায়ন এএফএম জহিরউদ্দিন, লায়ন শেখ আমেনা খাতুন পুতুল ও মৌলনা সোহেল প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর