নিজস্ব প্রতিবেদক »
এখন সবাই আওয়ামী লীগ করতে চায়, রাজনীতি করতে চায় না। এটি রাজনীতির জন্য অশুভ সংকেত। আমাদের জন্য রাজনীতিটা গুরুত্বপূর্ণ। আমরা রাজনীতির একটা পরিবেশ চাই। এরজন্য আমরা জনগণের সম্পৃক্ততা চাচ্ছি এবং পাচ্ছি। এখানে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে আসছেন, তাদের বিচার হচ্ছে। সরকার তাদের ছাড় দিচ্ছে না, দলও তাদের রাখতে চায় না।’
গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় চিটাগাং সিনিয়র্স ক্লাব লিমিটেডের ককটেইল লাউঞ্জে আয়োজিত মিট দ্য প্রেসে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ছাত্রলীগের কথা বললে আমাদের লোম খাড়া হয়। ভুল-ভ্রান্তি সবার হয়। আওয়ামী লীগেরও হয়, ছাত্রলীগেরও হয়। এছাড়া আওয়ামী লীগ একটি গণসংগঠন। এখানে অনেক ধরনের কাজ হয়, হওয়াটা স্বাভাবিক। আমাদের ভুল হচ্ছে। কিন্তু অনেকে বলছেন, আমরা কাউকে কথা বলতে দিচ্ছি না। তাহলে কিভাবে আমদের বিরুদ্ধে সবাই কথা বলে। অনেকে বলছেন, দেশে মেগা দুর্নীতি হচ্ছে। আমরা যদি কথা বলতে না দিই, তাহলে তারা কিভাবে এ কথাগুলো বলছেন। এখনো দলের অনেক নেতারা দুর্নীতির দায়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। সত্যিকারভাবে যেখানে দুর্নীতি হচ্ছে, সরকার সেখানে ব্যবস্থা নিচ্ছেন।’
সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার নেতা বঙ্গবন্ধু বলেছিলেন, উনি মানুষের ভালোবাসা হারাতে চান না। আমিও ক্ষমতা চাই না। আমি শুধু মানুষের ভালোবাসা চাই। বাংলাদেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী লীগে আমাকে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক করেছে। আমি জনগণের সম্পৃক্ততায় জনগণের জন্য কাজ করতে চাই।