সুপ্রভাত ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছে এক হাজার ৫৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই লাখ ৮১ হাজার ৬৫৬ জন। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো মারা গেছে ২৩ জন। এ নিয়ে মোট মারা গেল ৫,৩৪৮ জন। এ ছাড়া একই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১,১২৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩,৬৮,৬৯০ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।